বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-12-26 10:21:44 | সারাদেশ

মোঃসাইফুল ইসলাম(নাঙ্গলকোট)
এসো মিলি প্রানের টামে,প্রিয় স্কুল প্রাঙ্গনে এই পদপাদ্যয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল কর্তৃক আয়োজিত প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্নমিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রোববার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাষ্টার সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন;সহ-প্রধান শিক্ষক মাষ্টার এরশাদ উল্লাহ সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী,আইএফএসের পরিচালক আমিনুল হক মাওলা,ইঞ্জিঃ মাকসুদ,গোমতী ডিজিটাল সাইনের পরিচালক এমরান হোসেন বাপ্পি, শিক্ষা উপদেষ্টা নাজমুল হাসান রুমন, শিক্ষাবিদ মোছাদ্দেক হোসেন,চাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃবাহার,ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অর্থ পরিচালক মহিন উদ্দীন বাহার মিয়াজী,এডুকেয়ার স্কুলের পরিচালক আফজাল হোসেন মিয়াজী, রায়কোট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলা উদ্দিন,যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক ফারুক হোসেন,পরিকোট স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাসেল,হৃদয়ে কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম মুন্সী, উপজেলা স্বাস্থ্য সহকারী গোলাপ হোসেন,যুবলীগ নেতা কাজী কামরুল হামীদ,ওমান প্রবাসী সিরাজুল ইসলাম, কিশোর কন্ঠ পাঠক ফোরামের সভাপতি কবির হোসাইন,পরিকোট স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, আল আমিনসহ সকল শিক্ষক/শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান শেষে বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৯ জন,২০২০/২০২১সালের সরকারি বৃত্তি প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীসহ মোট ১২ জন শিক্ষার্থীকে ক্রেশ প্রদান করা হয়।