কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন জেলার রাজারহাট কৃষি আবহওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। এর ফলে জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করেন।
এদিকে, জেলা শিক্ষা অফিসার মো.শামছুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন মৃদু শৈত্য প্রবাহের কারণে সকল মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। সেই সাথে সকল শিক্ষার্থীকে বাসায় বসে পড়াশুনা করার নির্দেশ প্রদান করেন।
এ অবস্থায় হাঁড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত ঠাণ্ডার প্রভাবে মানুষজন পড়েছেন বিপাকে। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। সকাল থেকে কুড়িগ্রামের জেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলেও পরে সাড়ে ১০টার দিকে জেলা প্রাথমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সাময়িক ছুটি ঘোষণা করে। এদিকে, গত এক সপ্তাহের হাঁড় কাঁপানো ঠাণ্ডায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। এতবেশি ঠাণ্ডায় কাজে যেতে দেরি হচ্ছে শ্রমজীবীদের। নদ-নদী তীরবর্তী মানুষজনও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.